Advertisement
Advertisement

Breaking News

SLST aspirants

যোগ্য-শিক্ষিত মেয়েরা রাস্তায় কেন? নারী দিবসে পথে নামলেন SLST চাকরিপ্রার্থীরা

৭২৫ দিন ধরে নিয়োগের দাবিতে ধরনায় বসে এই চাকরিপ্রার্থীরা।

চাকরির দাবিতে ৭২৫ দিন ধরে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে অবস্থান করছেন চাকরিপ্রার্থীরা। এবার তাঁদের একাংশ রাজপথে মিছিলে হেঁটে নিয়োগের দাবি জানালেন।ছবি: শুভাশিস রায়।

আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামলেন ২০১৬-র SLST নবম-দশম এবং একাদশ-দ্বাদশের মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। ছবি: শুভাশিস

নারী দিবসকে সামনে রেখে এদিনের মিছিলের স্লোগান ছিল, যোগ্য-শিক্ষিত-মেধাতালিকাভুক্ত নারীরা আজ রাস্তায় কেন? তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে। ছবি: শুভাশিস রায়।

কালো পোশাক পরে, কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের ব্যানারে শিয়ালদা থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল পর্যন্ত করছেন চাকরিপ্রার্থীরা। ছবি: শুভাশিস রায়।

চাকরিপ্রার্থীদের দুর্দশা বোঝাতে খড়ের কাঠামোকে খাটে চড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান চাকরিপ্রার্থীরা। রাস্তাতেও গ্রাফিতির আকারে লেখা হয় বিভিন্ন দাবি-দাওয়া। এদিনের প্রতিবাদ মিছিলে অন্যান্য আন্দোলনকারীরাও ছিলেন। ছবি: শুভাশিস রায়।

চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে আসেন, ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের প্রতিনিধিরাও। ছবি: শুভাশিস রায়।