Advertisement
Advertisement

Breaking News

Sandakhfu

মার্চেও ব্যাপক তুষারপাত সান্দাকফুতে, চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা

ঘুরে আসতে পারেন আপনিও।

গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে দুইবঙ্গে। এরই মাঝে ব্যাপক তুষারপাত সান্দাকফুতে। ছবি-অভ্রবরণ চট্টোপাধ্যায়।

বাড়ি, রাস্তা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি, যতদূর চোখ যায় নজরে শুধুই বরফ আর বরফ। এ যেন এক অন্য সৌন্দর্য। ছবি-অভ্রবরণ চট্টোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের সর্বোচ্চশৃঙ্গ সান্দাকফুতে প্রতিবছরই তুষারপাত হয়। সেই আকর্ষণেই বারবার সান্দাকফুতে হাজির হন পর্যটকরা। ছবি-অভ্রবরণ চট্টোপাধ্যায়।

যে পর্যটকরা বর্তমানে সান্দাকফুতে রয়েছেন, তাঁরা চুটিয়ে উপভোগ করছেন এই তুষারপাত। ছবি-অভ্রবরণ চট্টোপাধ্যায়।

তুষারপাতের জেরে স্বাভাবিকভাবেই তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। ছবি-অভ্রবরণ চট্টোপাধ্যায়।

যারা মার্চে পাহাড় সফরের পরিকল্পনা করছিলেন দেরি না করে এখনই তাঁরা গুছিয়ে নিন ব্যাগ। কেটে ফেলুন টিকিট। ভাগ্য সহায় হলে তুষারপাতের সাক্ষী হতে পারবেন আপনিও। ছবি-অভ্রবরণ চট্টোপাধ্যায়।