Advertisement
Advertisement
Soccer game

ফুটবল ম্যাচ চলাকালীনই স্টেডিয়ামজুড়ে পুতুল বৃষ্টি, থমকে গেল খেলা! কিন্তু কেন? দেখুন ছবি

ঘড়িতে ঠিক ৪টে ১৭ বাজতেই ঘটে এই বিরল ঘটনা।

বিরল মুহূর্তের সাক্ষী রইল তুরস্কের ফুটবল লিগ। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে হাজার হাজার উড়ে মাঠে এসে পড়ল টেডি বিয়ার, পুতুল!

ঘরের মাঠ ইস্তানবুলে বেসিকতাস মুখোমুখি হয়েছিল আন্তালিয়াসপোর। সেই ম্যাচেই গটে এই ঘটনা। ঘড়িতে তখন ঠিক ৪টে ১৭ মিনিট। ইস্তানবুলের ভোডাফোন এরিনা স্টেডিয়ামে আচমকাই ম্যাচ বন্ধ হয়ে যায়। কারণ তখন শুরু হয়েছে সফ্‌ট পুতুল বৃষ্টি!

পুলিশ, নিরাপত্তারক্ষী থেকে মাঠকর্মী, এমনকী ফুটবলারও এগিয়ে এসে সেসব টেডি বিয়ার সাইডলাইনে জড়ো করেন। নানা ধরনের সফ্‌ট পুতুলে ভরে যায় মাঠের চারধার। ভিডিওতেও ধরা পড়ে সেই দৃশ্য।

কিন্তু কেন এই পুতুল বৃষ্টি? আসলে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া লক্ষাধিক। হাজার হাজার শিশু আহত হয়েছে। বিধ্বস্ত তুরস্কের সেই সব অনাথ হয়ে পড়া, মাথায় ছাদ হারানো অন্নহীন শিশুদের জন্যই এই উদ্যোগ।

তাদের মুখে হাসি ফোটাতে টেডি বিয়ার উপহার দেওয়ার অভিনব পন্থা অবলম্বন করেছেন ফুটবল সমর্থকরা। মাঠে আসার আগেই দর্শকদের প্রায় সকলেই প্রচুর পরিমাণ টেডি বিয়ার কিনেছিলেন। তা নিয়েই স্টেডিয়ামে প্রবেশ করেন।

৪টে ১৭ মিনিটেই কেন শুরু হয় পুতুল বৃষ্টি? এরও বিশেষ কারণ আছে। গত ৬ ফেব্রুয়ারি ভোররাত ঠিক এই সময়ই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক। সেই কারণেই ওই সময়টিকে বেছে নেওয়া হয়েছিল।

এর জেরে ৪-৫ মিনিট খেলা পুরোপুরি বন্ধ ছিল। মাঠের ধারে জড়ো করা সেই সব সফ্‌ট টয় ম্যাচ শেষে বিশেষ গাড়িতে করে ভূমিকম্প বিধ্বস্ত এলাকার শিশুদের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়।