বলিউডের তারকাদের কাছে ছুটি কাটানোর ঠিকানা মানেই মালদ্বীপ। নীল সমুদ্রের জলে ভাসমান রিসোর্টে কয়েকদিনের আরামদায়ক দিনযাপন। আর ইনস্টাগ্রামে অজস্র উষ্ণ ছবি। আর সেই ছবি দেখেই অনুরাগীদের কাছ থেকে প্রশংসা পাওয়া। আর হু হু করে বেড়ে যাওয়া ফলোয়ার! ছবি- ইনস্টাগ্রাম
এবার সেই পথেই হাঁটলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মালদ্বীপে সমুদ্র সৈকতে আগুন ঝরালেন শত্রুঘ্নকন্যা। ছবি- ইনস্টাগ্রাম
সোনাক্ষীর পরনে দেখা গেল সাদা বিকিনি। সঙ্গে জড়ানো রুপোলি রঙের ঝলমলে বিকিনি স্রাগ। ছবি- ইনস্টাগ্রাম
সোনাক্ষীর শরীরে ছড়িয়ে গেল নরম সূর্যের আলো। গোটা মালদ্বীপ যেন সোনাক্ষীর প্রেমে কাবু। ছবি- ইনস্টাগ্রাম
মালদ্বীপ সোনাক্ষীর খুবই পছন্দের জায়গা। যখনই সুযোগ পান তখনই মালদ্বীপে যান অভিনেত্রী। ছবি ইনস্টাগ্রামে আপলোড করে সোনাক্ষী লিখলেন, এক মৎস্যকন্যার দেখা পাওয়া গেল। ছবি- ইনস্টাগ্রাম
সলমন খানের হাত ধরেই বলিউডে পা রাখেন সোনাক্ষী সিনহা। ছবির নাম দাবাং। তারপর বেশ কিছু ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। একসময় তো সলমন ও তাঁর প্রেম নিয়েও গুঞ্জন রটেছিল বিটাউনে। সোনাক্ষীর হাতে রয়েছে এখন বেশ কয়েকটি ছবি। যার মধ্যে রয়েছে 'ডাবল এক্সেল', 'কাকুদা', 'ক্রেজি হাম'। ছবি- ইনস্টাগ্রাম
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.