পূর্ণতা পেল প্রেম। সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং ত্বরিতা চট্টোপাধ্যায়।
‘করুণাময়ী রানি রাসমণি’তে সারদাময়ীর মায়ের চরিত্রে অভিনয় করছেন ত্বরিতা।
সৌরভের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন ‘হৃদয়হরণ বিএ পাস’ ধারাবাহিকে। সেখানেই আলাপ। এরপর ধীরে ধীরে দু'জনের ঘনিষ্ঠতা তৈরি হয়।
জানুয়ারির শুরুতেই বন্ধুদের সঙ্গে ‘হেন পার্টি’ সেরেছিলেন ত্বরিতা।
শুক্রবারই আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসেছিল সেলিব্রিটি কাপলের বিয়ের আসর। একেবারে ট্র্যাডিশনাল লুকে দেখা গেল দু'জনকেই।
বিয়ের অনুষ্ঠানে কালো রঙের পোশাকে দেখা গেল গৌরব-দেবলীনা জুটিকে।
ত্বরিতার কাছের বন্ধু সন্দীপ্তা এবং জুহিকেও বিয়ের আসরে বেশ মজা করতেই দেখা যায়।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.