Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly

এবার কলকাতার বুকেই লর্ডস, ব্যালকনি থেকে হাত নাড়লেন সৌরভ, রইল অ্যালবাম

লর্ডসের ব্যালকনি থেকে তেরঙ্গাও উড়িয়েছেন মহারাজা।

লর্ডসের ব্যালকনি আর সৌরভ গঙ্গোপাধ্যায়-বাঙালির কাছে স্পর্ধার শেষ কথা। ২০০৩ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জিতে জার্সি ওড়ানোর দৃশ্য আজ বাঙালির কাছে আইকন হয়ে রয়েছে।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও লর্ডসের ব্যালকনিতে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের সূচনা করেছেন সৌরভ। লর্ডসের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে প্রিন্স অফ ক্যালকাটা।

সেই ঐতিহাসিক লর্ডসের মাঠকেই ২০২২ সালে পুজোর থিম হিসাবে বেছে নিয়েছে গড়িয়ার মিতালি সংঘ। বিশ্ব ক্রিকেটের অন্যতম ঐতিহ্যশালী স্টেডিয়ায়মের আদলেই গড়ে তোলা হয়েছে পুজোমণ্ডপ।

লর্ডসের আদলে পুজোর থিম, সেটা কি অন্য কারোওর হাত দিয়ে উদ্বোধন করানো যায়? বিসিসিআই প্রেসিডেন্ট স্বয়ং এই পুজোমণ্ডপের উদ্বোধন করলেন।

অবিকল লর্ডসের মতোই আলোয় সাজিয়ে গড়ে তোলা হয়েছে গড়িয়া মিতালি সংঘের পূজামণ্ডপ।

লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তো বহুবার হাত নেড়েছেন মহারাজ। এবার খাস কলকাতার বুকেই লর্ডসের ব্যালকনিতে দাঁড়ালেন তিনি।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এই পুজোমণ্ডপের উদ্বোধন করলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে তেরঙ্গাও ওড়ালেন মহারাজ।

দুর্গাপুজোর পাশাপাশি বঙ্গ ক্রিকেটের সেরা আইকনের কেরিয়ারের উদযাপনও করল গড়িয়ার এই পুজোমণ্ডপ।