Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly

হাওড়া ইউনিয়নের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে ফুটবলে কিক সৌরভের, দেখুন ছবি

শনিবারই শতবর্ষে পা দিল হাওড়া ইউনিয়ন ক্লাব।

ক্রিকেট থেকে যাবতীয় প্রতিষ্ঠা পেলেও ফুটবল তাঁর প্যাশন। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফের দেখা গেল ফুটবলে লাথি মারতে।

শনিবার ময়দানে হাওড়া ইউনিয়ন ক্লাবের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান হয়েছে। তাতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 'মহারাজ'।

হাওড়া ইউনিয়ন এমনই এক প্রাচীন ক্লাব, যাদের দীর্ঘ ফুটবল, ক্রিকেট ও হকির ইতিহাস রয়েছে। দ্বীপ জ্বেলে তাদের শতবর্ষ অনুষ্ঠান উদযাপন করেন সৌরভ।

শনিবার বিকালে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্লাবের অনুষ্ঠানে হাজির থেকে পুরনো স্মৃতি উসকে দেন। বলেন, "এইসব ক্লাব থেকেই খেলোয়াড়দের জন্ম হয়। আমিও একটা সময় কোচ অশোক মুস্তাফির কাছে খেলা শিখেছি এই ক্লাব থেকে। তাই আমার কাছে এই ক্লাব বরাবর স্পেশাল।’’

এরপরই ময়দানে ফুটবল নিয়ে নেমে পড়েন সৌরভ। বলে কিক মারতে দেখা যায় তাঁকে।

ওই অনুষ্ঠানে গিয়েই শুভমন গিলের প্রশংসায় ভরিয়ে দেন সৌরভ। বলেন, "গিল ক্লাস ব্যাটসম্যান, তিন ধরনের ক্রিকেটেই সফল। দলের বড় সম্পদ।"