Advertisement
Advertisement

Breaking News

SRK Birthday

‘তোমাদের ভালোবাসার স্বপ্নেই আমার বাস’, মধ্যরাতের সেলিব্রেশনে ভক্তদের বার্তা ‘কিং’ শাহরুখের

কেমনভাবে শুরু হল বাদশার জন্মদিন উদযাপন? দেখুন ফটো অ্যালবাম।

ঘড়িতে রাত ১২টা। মন্নতের বাইরে তখন অপেক্ষারত উত্তাল জনসমুদ্র। বারান্দায় উঠে এসে জনসমুদ্রের উদ্দেশে হাত নাড়লেন। । দু’হাত ছড়িয়ে সেই সিগনেচার স্টাইলে ধন্যবাদ জানালেন ছুঁড়ে দিলেন চুমুও। ভক্তদের সে কী উল্লাস, চিৎকার।

রাত ১২টা বাজতেই শুরু বাদশার জন্মদিনের সেলিব্রেশেন। মন্নতরে বাইরেই আতসবাজি পোড়ালেন ভক্তরা। শাহরুখ বললেন, "তোমাদের ভালোবাসার স্বপ্নেই আমার বাস।"

অনুরাগীরাই যে শেষ কথা শাহরুখের জীবনে, জন্মদিনেও আবারও বুঝিয়ে দিলেন কিং খান। বললেন, "আমি একজন অভিনেতা মাত্র। আমি তোমাদের একটু বিনোদন দিতে পারি, এর থেকে আমার কাছে আর আনন্দের কিছুই নেই। এই সুযোগ পেয়ে আমি ধন্য।"

ভক্তদের সারপ্রাইজ দিতে বাদশার জুড়ি মেলা ভার! জন্মদিন উপলক্ষেই নেটফ্লিক্সে মুক্তি পেল 'জওয়ান'। তাও আবার তিন তিনটি ভাষায়।

মাঝরাতে যখন ‘পীঠস্থান’ মন্নতের বাইরে ভিড় জমিয়েছেন অনুরাগীরা, তখন আচমকাই কিং খান উঠে এলেন সেই চিরাচরিত চেনা বারান্দায়, যেখান থেকে ভক্তদের তিনি দেখা দেন।

এবার ৫৮ বছর বয়সে পা রাখলেন কিং খান। পরনে কালো টি শার্ট, খাকি প্যান্ট, চোখে সানগ্লাস...। মন্নতের বাইরে উত্তাল জনসমুদ্রের তখন মুর্চ্ছা যাওয়ার জোগাড়।