শুক্রবার সন্ধে থেকেই জমজমাট জামনগর। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা! কেতাদুরস্ত লুকে লাভবার্ড আদিত্য-অনন্যা।
তিন দিন ব্যাপী বিশ্বের অন্যতম বিগ বাজেট ‘জলসা’র আয়োজন হয়েছে। সোনম কাপুর সাজলেন লাদাখের ঐতিহ্যবাহী পোশাকে।
অনুষ্ঠানের তৃতীয় দিনে বলিউড তারকারা আগুন ঝরালেন 'হেরিটেজ' থিমে। সকলকেই দেশি সাজগোজে দেখা গেল। সস্ত্রীক অনিল কাপুর।
সাদা পাঠান স্যুটে শাহরুখ খান আর গৌরী খানকে দেখা গেল আনারকলি সালোয়ার স্যুটে।
আসর মাতাতে কোটি কোটি পারিশ্রমিক হাঁকিয়েছেন বলিউড-হলিউড শিল্পীরা। একমঞ্চে খান-কাপুরদের পারফরম্যান্সে জমে উঠেছিল অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠান।
অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে রণবীর-আলিয়া থেকে সইফ-করিনা, সকলের সাজগোজেই আভিজাত্যের ছোঁয়া।
সপরিবারে উপস্থিত সইফ আলি খান। করিনা কাপুর তো বটেই এমনকী দুই বড় সন্তান ইব্রাহিম, সারাও গিয়েছেন।
রবিবার বিকেলেই আম্বানিদের ডাকে জামনগরে সপরিবারে পৌঁছেছিলেন অমিতাভ-জয়া। গিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য এবং তাঁদের মেয়ে আরাধ্যাও। তবে অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানেও শ্বশুর-শাশুড়ির থেকে দূরত্ব বজায় রাখলেন ঐশ্বর্য।
মেয়ে ঐশ্বর্য আর স্ত্রীকে নিয়ে আম্বানিদের লাল গালিচায় দক্ষিণী পোশাকে রজনীকান্ত।
স্বামীকে নিয়ে হাজির ছিলেন মাধুরী দিক্ষিতও।
সোমবার সকালে জামনগর থেকে মুম্বইয়ে ফিরতে শুরু করেছেন বলিউডের তারকারা। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.