Advertisement
Advertisement
celebs at Ambani's Ganpati celebrations

‘জওয়ান’ শাহরুখ থেকে ‘টাইগার’ সলমন, আম্বানিদের গণেশ পুজোয় হাজির প্রায় গোটা বলিউড

'জওয়ান' পরিচালক অ্যাটলি ও অভিনেত্রী নয়নতারাও সপরিবারে এসেছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে।

আম্বানিদের পুজোয় 'জওয়ান ফ্যামিলি'। শাশুড়ি, গৌরী, আব্রাম, সুহানাকে নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ খান।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাগ্নী আলিজার ভূয়সী প্রশংসা করেছিলেন সলমন। তাঁকে নিয়েই পুজোয় হাজির বলিউডের 'টাইগার'।

ঐশ্বর্য রাই বচ্চন যেখানেই যান মেয়ে আরাধ্যাকে নিয়ে যান। আম্বানিদের পুজোতেও তার অন্যথা হয়নি।

বিচ্ছেদের গুঞ্জন নস্যাৎ করেই রণবীর সিংয়ের হাত ধরে আম্বানিদের অনুষ্ঠানে হাজির দীপিকা পাড়ুকোন।

সদ্য নিউ ইয়র্ক থেকে ছুটি কাটিয়ে এসেছেন। আম্বানিদের অনুষ্ঠানে একাই এসে ক্যামেরার সামনে পোজ দেন আলিয়া ভাট।

'জওয়ান' পরিচালক অ্যাটলি ও অভিনেত্রী নয়নতারা সপরিবারে এসেছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে।

ক্যাটরিনা দেখা মেলেনি। প্রযোজক-পরিচালক করণ জোহরের সঙ্গে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দেন ভিকি কৌশল।

ডিজাইনার মণীশ মালহোত্রার সঙ্গে খোশমেজাজে দেখা যায় 'এভারগ্রিন' রেখাকে।

এমন আরও অনেক গণ্যমান্য অতিথিদের সঙ্গে নিয়েই গণেশ বন্দনা করেন আম্বানি পরিবারের সদস্যরা।