Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

হিমাচলে কঙ্গনার নতুন বাড়ি, রাজকীয় অন্দরসজ্জা মাত দেবে পাঁচতারা হোটেলকেও!

মুম্বই ছেড়ে আপাতত এই বাড়িতেই রয়েছেন কঙ্গনা।

তিনি বলিউডের কুইন। মুখ খুললে অবশ্য বিতর্কের মুখেই পড়েন। তবে এমনিতে কঙ্গনা চান নিজের মতো থাকতে। মন ভাল রাখতে। আর তাই তো মুম্বইয়ের পাশাপাশি হিমাচলেও কঙ্গনা তৈরি করে ফেলেছেন ভালবাসার বাড়ি। ছবি- ইনস্টাগ্রাম

পাহাড়ের কোলে কঙ্গনার এই বিলাসবহুল বাড়ি একেবারে রাজকীয়। প্রত্যেকটি রুমেই ছোঁয়া রয়েছে ভারতীয় ঐতিহ্যর। ছবি- ইনস্টাগ্রাম

কঙ্গনার হিমাচলের বাড়িকে, বাড়ি বলা ভুল। বরং একে প্রাসাদই বলা যায়। এই বাড়িতে রয়েছে ৩ টি আলাদা বেডরুম। যার ইন্টেরিয়ারে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। ছবি- ইনস্টাগ্রাম

প্রত্যেকটি ঘরেই আলাদা আলাদা রং ব্যবহার করেছেন কঙ্গনা। কঙ্গনার কথায়, উজ্জ্বল রং মন ভাল রাখবে। আর মন ভাল থাকলেই সব ভাল থাকে। কঙ্গনা এমনটাই মনে করেন। ছবি- ইনস্টাগ্রাম

আরামের পাশাপাশি কঙ্গনার বাড়িতে রয়েছে বিনোদনের নানা ব্যবস্থাও। রয়েছে পুল টেবিল। রয়েছে সিনেমা দেখার বিশেষ ব্যবস্থাও। ছবি- ইনস্টাগ্রাম

তবে শুধু বাড়ির অন্দর নয়। বাড়ির বাইরেটাও সুন্দর করে সাজিয়েছেন কঙ্গনা। রয়েছে লম্বা ফুলের বাগান। ছবি- ইনস্টাগ্রাম

সম্প্রতি কঙ্গনা অভিনীত ধাকড় ছবি মুখ থুবড়ে পড়ায় কঙ্গনাকে ট্রোলের মুখে পড়তে হয়েছিল। তবে সোশ্যাল মিডিয়া কঙ্গনা স্পষ্ট জানিয়ে ছিলেন তিনি এখনও এক নম্বর অভিনেত্রী। অন্যদিকে শুটিং চলছে তাঁর ‘তেজস’ ছবিরও। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও কঙ্গনার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। ছবি- ইনস্টাগ্রাম