Advertisement
Advertisement
Suhana Khan

একুশে পা সুহানার, দেখেছেন নেটদুনিয়ায় ঝড় তোলা শাহরুখকন্যার এই ছবিগুলি?

জন্মদিনে কোন খাবার শাহরুখকন্যা সুহানার পাতে থাকতেই হবে, জানেন?

১০

২০০০ সালের ২২ মে শাহরুখ খান ও গৌরী খানের দ্বিতীয় সন্তান সুহানার জন্ম হয়।

১০

বড় ভাই আরিয়ান সুহানার থেকে ৩ বছরের বড়। ছোট ভাই আব্রামের সঙ্গে তাঁর বয়সের ব্যবধান ১৩ বছর। সুহানা নাকি খান পরিবারের সবচেয়ে শান্ত বাচ্চা।

১০

বাবা শাহরুখ খানের মতোই স্টাইলিশ সুহানা। নিজের ফ্যাশন সেন্সের জন্য প্রশংসা পেয়েছেন নেটদুনিয়ায়। তায়কন্ডো মার্শাল আর্টে দক্ষ সুহানা। রাজস্তরের প্রতিযোগিতায় লড়েছিলেন।

১০

ইনস্টাগ্রামে ভেরিয়াফায়েড প্রোফাইল রয়েছে সুহানার। প্রায় ১৭ লক্ষ ফলোয়ার্স রয়েছে তাঁর। অনুরাগীদের জন্য নিয়মিত ছবি পোস্ট করেন শাহরুখকন্যা।

১০

বাবা শাহরুখ খানের মতোই অভিনয় জগতে আসতে চান সুহানা। বিদেশে তা নিয়ে পড়াশোনা করেছেন। 'দ্য গ্রে পার্ট অফ ব্লু' নামের একটি শর্টফিল্মেও অভিনয় করেছেন সুহানা।

১০

অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া সুহানার খুব কাছের বন্ধু। ছোটবেলা থেকেই বন্ধুত্ব তিনজনের।

১০

কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সময় সুযোগ পেলেই বাবা শাহরুখ খানের সঙ্গে গ্যালারিতে পৌঁছে যান সুহানা। ফুটবলও খেলতে ভালবাসেন শাহরুখ কন্যা

১০

শাহরুখ খানের 'জিরো' ছবিতে সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন সুহানা। মেয়েকে নাকি বেশ ভয় পান শাহরুখ। কারণ সুপারস্টার বাবাকে কড়া শাসনে রাখেন একমাত্র মেয়ে। ভুল করলেই বেজায় বকা খান বলিউড বাদশা।

১০

"তোমায় কাল ভালবাসতাম, আজও ভালবাসি, কালও ভালবাসব", মেয়ে সুহানার ২১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন গৌরী খান।

১০ ১০

খেতে ভালবাসেন সুহানা। তাঁর জন্মদিনের পাতে ইটালিয়ান খাবার থাকা বাধ্যতামূলক।