শুক্রবার সকালে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন সুনীল শেট্টি। সুনীলের পরনে ধুতি, সাদা শাল। কপালে কাটা তিলক। ভক্তিভরে মহাকালেশ্বরের আরাধনায় মগ্ন বলিউড অভিনেতা।
সঙ্গে ছিলেন ছেলে অহন শেট্টিও। বাবার মতোই তাঁরও পরনে সাদা শাল। বাবা-ছেলের কপালে তিলক কেটে দিলেন পুরোহিতরা।
সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী রাকেশ সিংও উপস্থিত ছিলেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে সুনীল ও অহন শেট্টির সঙ্গে।
ভষ্ম আরতিতেও অংশগ্রহণ করতে দেখা গেল বলিউড অভিনেতাকে। বাবা মহাকালেশ্বরের কাছ থেকে আশীর্বাদ নিলেন তাঁরা।
উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের ভষ্ম আরতি খুব জনপ্রিয় পুণ্যার্থীদের কাছে। রাত সাড়ে ৩টের থেকে ভোর ৫টা অবধি এই ভষ্ম মুহূর্ত।
গতবছরও মেয়ে আথিয়া এবং জামাই কেএল রাহুলকে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সুনীল শেট্টি। সুনীলপুত্র অহন শেট্টি মহাকালেশ্বর মন্দিরে পুজো দেওয়ার ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে 'জয় শ্রীমহাকাল' লেখেন। (ছবি : ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.