২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালে দুরন্ত পারফরম্যান্স বিজেপির। একমাত্র তেলেঙ্গানায় জিতে সান্ত্বনা পুরস্কার কংগ্রেসের।
চার রাজ্যের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়। তিনটি রাজ্যেই জয় বিজেপির। আনন্দে আত্মহারা বিজেপির কর্মী-সমর্থকরা।
রাজস্থানে কংগ্রেসকে গদিচ্যুত করল বিজেপি। প্রথা মেনেই পাঁচ বছর পর পালটে গেল সরকার। মরুরাজ্যে হাত শিবিরকে কার্যত উড়িয়ে দিয়েছে বিজেপি।
টানা দুবার তেলেঙ্গানার সরকার গিয়েছিল বি আর এসের দখলে। তবে ২০২৩ সালে তাদের সরিয়ে ক্ষমতায় কংগ্রেস। দক্ষিণের রাজ্যটিতে উল্লাস হাত শিবিরের।
মধ্যপ্রদেশে টানা পঞ্চমবার সরকার গঠনের পথে বিজেপি। একাধিক বুথ ফেরত সমীক্ষা কংগ্রেসকে এগিয়ে রাখলেও শেষ হাসি গেরুয়া কর্মী-সমর্থকদের মধ্যেই।
অন্ধকারের মাঝে একমাত্র সোনালি রেখা হিসাবে তেলেঙ্গানাকেই ধরছেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। জয়ের খবর পেয়েই উল্লাস আমজনতার।
দাক্ষিণাত্যে দাঁত ফোটাতে না পারলেও গোবলয় নিজেদের দখলে রেখে উচ্ছ্বসিত বিজেপি।
শুধু তিন রাজ্যে নয়, দেশের নানা প্রান্তেই বিজেপির জয় উদযাপনে শামিল হয়েছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।
তিন রাজ্যে সাফল্যের রেশ দিল্লিতেও। দলীয় হেড কোয়ার্টারের সামনে বিশেষ মিষ্টি নিয়ে উচ্ছ্বাস বিজেপি কর্মী-সমর্থকদের।
তিন রাজ্যের রায়ে খুশির আমেজ বঙ্গ বিজেপিতে। কলকাতায় বিজেপির পার্টি অফিসের বাইরেও উচ্ছ্বাসে মাতলেন কর্মীরা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.