Advertisement
Advertisement

Breaking News

Kolkata Marathon

নতুন রূপে শীতের কলকাতায় ফিরল ম্যারাথন, দেখে নিন নানা মুহূর্তের ছবি

এবারের স্লোগান 'কলকাতা তুমি নতুন জোশে দৌড়ও'।

১০

তিন বছর পর নতুন রূপে শুরু কলকাতা ম্যারাথন। এবারের স্লোগান 'কলকাতা তুমি নতুন জোশে দৌড়ও'। ছবি: অরিজিৎ সাহা।

১০

শীতের ওম গায়ে মেখে রবিবার সকালে ম্যারাথনে অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের অন্তত ১৫ হাজার মানুষ। ছবি: অরিজিৎ সাহা।

১০

৭ বছর ধরে ২৫ কিলোমিটার রাস্তা ছিল কলকাতা ম্যারাথনের পথ। এবার সেই ডেস্টিনেশন বদলে গিয়েছে। ছবি: অরিজিৎ সাহা।

১০

শারীরিক অক্ষমতাকে পিছনে ফেলে পথে নেমেছিলেন শহরেরও বহু মানুষ। ছবি: অরিজিৎ সাহা।

১০

কলকাতা ম্যারাথনে রেকর্ড গড়ে প্রথম হয়েছেন কেনিয়ার লিওনার্দো বার্সটন। তাঁর সময় লেগেছে ১ ঘণ্টা ১২ মিনিট ৪৯ সেকেন্ড। ছবি: অরিজিৎ সাহা।

১০

দ্বিতীয় স্থানে রয়েছেন ইথিওপিয়ার বিরহানু লেগেসে। তৃতীয় স্থান পেয়েছেন উগাণ্ডার ভিক্টর কিপলাঙ্গাট। ছবি: অরিজিৎ সাহা।

১০

এদিন ম্যারাথনের উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু-সহ অন্যান্যরা। ছবি: অরিজিৎ সাহা।

১০

আমন্ত্রিত ছিলেন অলিম্পিকে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্র, প্রাক্তন জাতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীও। ছবি: অরিজিৎ সাহা।

১০

কলকাতা ম্যারাথনে বিজয়ীদের হাতে সম্মান তুলে দেন টলিউডের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: অরিজিৎ সাহা।

১০ ১০

সবমিলিয়ে করোনাতঙ্ক কাটিয়ে বিশ্বকাপ ফাইনালের সকালে নতুন এক উন্মাদনার সাক্ষী রইল তিলোত্তমা কলকাতা। ছবি: অরিজিৎ সাহা।