Advertisement
Advertisement

Breaking News

Sports person accident

প্রশ্নের মুখে পন্থের কেরিয়ার, দুর্ঘটনায় খেলোয়াড়ি জীবন শেষ হয়েছিল আর কোন তারকার?

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি ঋষভ পন্থ।

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। একাধিক আঘাত নিয়ে হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। তবে চিকিৎসকদের দাবি, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

পন্থ প্রথম নন, দুর্ঘটনার কবলে পড়েছেন একাধিক ক্রীড়া তারকা। তাঁদের মধ্যে অন্যতম গলফ কিংবদন্তি টাইগার উডস। ২০২১ সালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বিলাসবহুল গাড়ি। গুরুতর ভাবে জখম হন মার্কিন গলফ তারকা। তাঁর পিঠে অস্ত্রোপচার করে তাঁকে সুস্থ করে তোলা হয়।

২০১৪ সালে মাঠের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ছিল গোটা ক্রিকেটদুনিয়া। বোলারের বাউন্সার আছড়ে পড়ে অস্ট্রেলীয় ব্যাটার ফিল হিউজের ঘাড়ে। অজ্ঞান হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

কার রেসিংয়ের কিংবদন্তি মাইকেল শুমাখারের কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল দুর্ঘটনায়। ২০১৩ সালে আল্পস পর্বতমালায় স্কি করতে গিয়ে পড়ে যান জার্মান রেসার। মাথায় সাংঘাতিক চোট পেয়ে কোমায় চলে যান তিনি। একাধিক অস্ত্রোপচার ও চিকিৎসার পরেও সুস্থ হতে পারেননি শুমাখার।

খেলার মাঠে চোট পেয়ে ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল নরি কন্ট্রাকটরের। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার গ্রিফিথের বল তাঁর মাথায় লাগে। মাথার খুলি ফেটে যায় ভারতীয় ক্রিকেটারের। দুর্ঘটনার ৬০ বছর পরে নতুন করে তাঁর মাথায় ধাতব প্লেট বসানো হয়। চোট পাওয়ার পরে আর কোনও দিন জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি।

ক্রিকেট মাঠে চোট পেয়ে মৃত্যু হয়েছিল ভারতীয় ক্রিকেটার রমন লাম্বার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয়ে ফিল্ডিং করার সময়ে তাঁর মাথায় আঘাত লাগে। প্রাথমিকভাবে চোট নিয়ে সেরকম উদ্বেগ না থাকলেও লাম্বার মস্তিস্কে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। কোমায় গিয়ে মৃত্যু হয় লাম্বার।

তবে দুর্ঘটনার কবলে পড়লেও পন্থের অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকদের আশা, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তিনি। ক্রিকেটার থেকে প্রশাসক, সকলেই তাঁর আরোগ্য কামনা করেছেন। আবারও মাঠে নেমে অবিশ্বাস্য ঝোড়ো ইনিংস হাঁকাবেন পন্থ, সেই অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।