Advertisement
Advertisement
Tanuja at Oti Uttam Screening

সৃজিতের ‘অতি উত্তম’ দেখলেন তনুজা-প্রসেনজিৎ, সঙ্গে আর কে কে ছিলেন?

গত ২২ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।

উত্তমকুমার যদি 'অ্যান্টনি ফিরিঙ্গি' হন, তনুজা তাঁর নিরুপমা। এমনই ছিল তাঁদের অনস্ক্রিনের 'দেয়া নেয়া'র সম্পর্ক। সেই সম্পর্ক যেন 'অতি উত্তম'-এর স্ক্রিনিংয়ে ফেরত পেলেন দর্শক।

মুম্বইয়ের জুহুতে হচ্ছিল এই স্পেশাল স্ক্রিনিং। সালোয়ার পরে এসেছিলেন তনুজা। তাঁর পাশেই ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। আর ছিলেন টলিউডের 'মিস্টার ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

নীল পাঠানি স্যুট পরেছিলেন প্রসেনজিৎ। চোখে ছিল চশমা। তনুজার সঙ্গে দিব্যি আড্ডায় মেতেছিলেন সুপারস্টার। সঙ্গে পল্লবী চট্টোপাধ্যায়ও ছিলেন।

তনুজা, প্রসেনজিৎ, সৃজিত, পল্লবীর পাশাপাশি এদিনের স্ক্রিনিংয়ে দেখা যায় অভিনেতা রজিত কাপুরকে। বাঙালি দর্শকের কাছে তাঁর 'ব্যোমকেশ'-এর স্মৃতি আজও অমলিন।

এদিনের স্ক্রিনিংয়ে পরিচালক সৃজিতের পাশে দেখা যায় টলি বিউটি তুহিনা দাসকে। অভিনেত্রী সায়নী গুপ্তকেও দেখা যায় তনুজার পাশে।