Advertisement
Advertisement
Dilkhush Cake Mixing

চার ভিন্ন প্রেমের কাহিনি নিয়ে আসছে ‘দিলখুশ’, পোস্টার প্রকাশে মধুমিতা-সোহম-অপরাজিতা

পোস্টার প্রকাশের পাশাপাশি কেক মিক্সিংয়েও মেতেছিলেন তারকারা।

কেক মিক্সিং করেই নতুন ছবি 'দিলখুশ'-এর ঘোষণা করল প্রযোজনা সংস্থা এসভিএফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।

চার যুগলের কাহিনি 'দিলখুশ'। পোস্টার দেখে মনে হচ্ছে রোমান্টিক গল্প পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার, সোহম মজুমদার, অপরাজিতা আঢ্য, ঐশ্বর্যা সেন, উজান চট্টোপাধ্যায়, অনন্যা সেন, পরাণ বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদার।

বড়পর্দায় এই প্রথমবার জুটি বাঁধছেন মধুমিতা ও সোহম। অনস্ক্রিন এই সফরের জন্য মুখিয়ে রয়েছেন দুই তারকা।

সাধারণ মানুষের কথা বলবে 'দিলখুশ'। বোঝাবে ভালবাসার গুরুত্ব। জানালেন পরিচালক রাহুল।