Advertisement
Advertisement

Breaking News

Team India

নৌকাবিহার থেকে বিচ ভলিবল- এশিয়া কাপের মাঝে অন্য খেলায় মেতে টিম ইন্ডিয়া, রইল অ্যালবাম

টানা দু'ম্যাচ জিতে আত্মবিশ্বাসী রোহিত ব্রিগেড।

১০

টানা দু'ম্যাচ জিতে এশিয়া কাপের সুপার ফোরে চলে গিয়েছে ভারত। শুক্রবারের ম্যাচে পাকিস্তান জিতে গেলে আগামী রবিবার ফের ভারত-পাক মহারণ হবে এশিয়া কাপে।

১০

চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নামার আগে ছুটি কাটালেন রোহিত-বিরাটরা। দুবাইয়ের সমুদ্রে নৌকাবিহার করলেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার।

১০

ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শেই সকলে ছুটি কাটাতে গিয়েছেন। টিমের একতা বাড়াতে খুব সাহায্য করে এই ধরনের খেলা, মত ক্রিকেটারদের।

১০

নানাধরনের খেলায় অংশগ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেটাররা। সকলকেই হাসিমুখে দেখা গেল।

১০

বেশ কিছুদিন ধরেই রান না পেয়ে বেশ চাপে রয়েছেন দলের সহঅধিনায়ক কে এল রাহুল। তবে এদিন ফুরফুরে মেজাজেই দেখা গেল তাঁকে।

১০

দলের তরুণ ব্রিগেডও পিছিয়ে ছিল না। নৌকাবিহার থেকে বিচ ভলিবল-সব কিছুতেই দাপিয়ে খেললেন তাঁরা।

১০

হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। বেশ খোশমেজাজেই বিচ ভলিবল খেললেন কিং কোহলি।

১০

গোটা দলকে দুই ভাগে ভাগ করে বিচ ভলিবল খেলায় মেতে উঠলেন ক্রিকেটাররা। একে অপরকে এক ইঞ্চি জমিও ছাড়লেন না অর্শদীপ-চাহালরা।

১০

দলের সঙ্গে থাকলেও খেলতে নামলেন না হার্দিক পাণ্ডিয়া। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বসে হাসিমুখে অন্যদের খেলা দেখলেন।

১০ ১০

খেলা, নৌকাবিহার-সব মিলিয়ে আনন্দ করেই দিনটি কাটালেন ভারতীয় ক্রিকেটাররা। রবিবারের ম্যাচে নামার আগে অক্সিজেন পেয়ে গেল মেন ইন ব্লু।