জন্ম সৌদি আরবে হলেও মারাঠি পরিবারের মেয়ে তেজস্বী প্রকাশ। হিন্দি সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী সোশাল মিডিয়ায় বেশ বিন্দাস।
মুম্বই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা তেজস্বীর। সেখান থেকেই ইলেকট্রনিক্স ও টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করেন।
কিন্তু গ্ল্যামারের দুনিয়ার প্রতি তাঁর ঝোঁক ছিল বেশি। ২০১২ সালে '2612' সিরিয়ালের মাধ্যমে তেজস্বীর অভিনয় সফর শুরু হয়। এর পর 'সংস্কার - ধরোহর আপনো কি' সিরিয়ালে দেখা যায় তাঁকে।
এর পর আর তেজস্বীকে পিছনে ফিরে তাকাতে হয়নি। 'স্বরাগিনী', 'পেহরেদার পিয়া কি', 'নাগিন ৬', 'কর্ণ সঙ্গিনী'র মতো সিরিয়ালের মাধ্যমে খ্যাতির শিখরে পৌঁছে যান তিনি।
সিরিয়ালের জনপ্রিয়তার সুবাদেই সলমন খান সঞ্চালিত রিয়ালিটি শো 'বিগ বস'-এ যাওয়ার সুযোগ পান তেজস্বী প্রকাশ। টানা ১১৯ দিন ঘরে থেকে জয়ী হন তিনি।
এই শোয়েই তেজস্বীর আলাপ হয় টেলিভিশন ও ওয়েব সিরিজের জনপ্রিয় অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে। প্রেমে পড়ে যান দুজন। এখন নাকি একসঙ্গেই থাকেন। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.