Advertisement
Advertisement
Parambrata Piya wedding

পরমব্রত-পিয়ার বিবাহ অভিযান, কবে থেকে শুরু প্রেম?

গল্পে টুইস্ট ২০২১ সালে।

‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’-এর তকমা ঘোচালেন পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গীতশিল্পী তথা সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে বিয়ে করলেন তিনি।

হাজারো তরুণীর মন ভেঙে বিদেশিনী ইকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল পরমব্রতর। অন্যদিকে সঙ্গীতশিল্পী অনুপম রায়ের ঘরনি ছিলেন পিয়া।

২০২১ সালের নভেম্বরে অনুপমের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা পিয়ার। এই বছরই আবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের ত্রাণ বিলিতে পিয়ার সঙ্গী হন পরমব্রত।

শোনা যায়, এই সফরেই নাকি পরম-পিয়ার বন্ধুত্ব বাড়ে। ধীরে ধীরে গভীর হয় সখ্য। দেখা হয় ঘনঘন। কফিশপে আড্ডা চলতে থাকে। তার পর শুরু প্রেম। বাড়ে ঘনিষ্ঠতা। যদিও পরম তখন মন দেওয়া-নেওয়ার কথা স্বীকার করতে চাননি।

এর মধ্যেই আবার গুঞ্জন। শোনা যায়, গোপনে নাকি বিয়ে সেরে ফেলেছেন পরমব্রত ও পিয়া। একেবারে মিথ্যে, সাফ জানিয়েছিলেন অভিনেতা।

কিন্তু প্রেমের জোয়ারে ভেসে যান দুজন। শোনা যায়, লন্ডনে বয়ফ্রেন্ড পরমব্রতর শুটিং দেখতে পৌঁছে গিয়েছিলেন পিয়া। এদিকে আবার প্রেমিকা ও তাঁর পরিবারের সঙ্গে নাকি পার্ক স্ট্রিটের রেস্তরাঁতেও গিয়েছিলেন পরমব্রত।

যাই হোক, এবার যাবতীয় জল্পনা-কল্পনার ইতি। অবশেষে ভালোবেশে শুভ পরিণয়। পিয়া হলেন পরমের পরিণীতা। সুখের হোক এই দাম্পত্য, রইল শুভেচ্ছা।