আগামী ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার পালিত হবে শিবরাত্রি। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিন কী কী আচার পালন করলে মনোস্কামনা পূরণ হবে?
প্রথমত, সারাদিন উপোস করে থাকতে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠে গরম জল আর তিল দিয়ে স্নান করে নিজেকে শুদ্ধ করুন।
পুজো শুরুর প্রথমে শিবলিঙ্গকে দুধ, জল এবং মধু দিয়ে স্নান করান। পুজোর জন্য বেলপাতা, আকন্দ ফুল, কুমকুম এবং চন্দন অত্যাবশ্যক।
বলা হয়, শিবকে দুধ কিংবা ক্ষীরই অর্পণ করা উচিত। তবে ভাঙ দিলেও শিব খুশি হন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.