কাতারে শুরু হয়ে গিয়েছে কাপ-যুদ্ধ। ৩২ দেশের ৮৩১ জন ফুটবলার শামিল এই লড়াইয়ে। আর মাঠের বাইরে থেকে তাঁদের উৎসাহ দিতে হাজির বহু ফুটবলারের স্ত্রী-প্রেমিকারা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রেমিকা জর্জিনা রডরিগেজ স্পেনের নাগরিক। মডেলিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং রিয়ালিটি শোয়ের অভিনেত্রী হিসাবেও পরিচিত।
স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার স্ত্রী অ্যালিস ক্যাম্পেলো। তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। পাশাপাশি তাঁর একটি ব্যাগ কোম্পানিও রয়েছে। ২০১৭ সালে বিয়ে হয় আলভারো আর অ্যালিসের।
তবে নিজেদের ফুটবলার সঙ্গীর চেয়ে তাঁরাও কম জনপ্রিয় নন। এই যেন সার্বিয়ান স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচের প্রেমিকা ক্যারোলিন স্ট্রামারে ‘ইতালির মেগান ফক্স’ নামে পরিচিত। প্রাক্তন এই মিস ইতালি মডেলিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবেও কাজ করেন।
ইংল্যান্ডের অ্যাটাকার জ্যাক গ্রিলিশের ছোটবেলার প্রেম সাশা অ্যাটউড। তিনি পেশায় মডেল। ইউটিউব চ্যানেলও আছে সাশার। ভারচুয়াল দুনিয়ায় দারুণ জনপ্রিয় সাশা।
পপ গায়িকা হিসাবে আর্জেন্টিনার টিনি স্টোইসেলের আন্তর্জাতিক পরিচিতি আছে। একইসঙ্গে তাঁর আরেকটি পরিচয়, তিনি আর্জেন্টাইন ফুটবল তারকা রডরিগো ডে পলের প্রেমিকা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.