Advertisement
Advertisement

চিনা সাবমেরিন বধে আসছে ‘অগ্রয়’ ও ‘অক্ষয়’, কারা এই সমুদ্রের ‘শিকারি’

চিনকে রুখতে এবার আরও শক্তিশালী হল ভারত।

নয়া মাইলফলক গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থার। চিনকে রুখতে এবার জোড়া ASWSWC যুদ্ধজাহাজ নির্মাণ করল সংস্থাটি। ছবি: কৌশিক দত্ত

বুধবার জোড়া যুদ্ধজাহাজ 'অগ্রয়' ও 'অক্ষয়'য়ের উদ্বোধন হয় গার্ডেনরিচে। সেই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। ছবি: কৌশিক দত্ত

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান বিবেক রাম চৌধুরী। ছবি: কৌশিক দত্ত

শীঘ্রই সাবমেরিন বিধ্বংসী রণতরী ‘আইএনএস অগ্রয়’ এবং ‘আইএনএস অক্ষয়’কে হস্তান্তর করা হবে নৌসেনাকে। ছবি: কৌশিক দত্ত

এদিন রণতরীগুলোর উদ্বোধন করেন বায়ুসেনা প্রধানের স্ত্রী তথা এয়ার ফোর্স ওয়েলফেয়ার অ্যসোসিয়েশনের প্রেসিডেন্ট নীতা চৌধুরী। ছবি: কৌশিক দত্ত

নতুন এই যুদ্ধজাহাজগুলোর জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। যা নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বায়ুসেনা প্রধান। ছবি: কৌশিক দত্ত

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের সিএমডি পি আর হরি বিশেষ স্মারক তুলে দেন বিবেক রাম চৌধুরীর হাতে। ছবি: কৌশিক দত্ত

মূল ‘আইএনএস অগ্রয়’ জাহাজটির কার্যকাল শেষ হওয়ার পর ২০১৭ সালে সেটিকে নষ্ট করে ফেলা হয়। পাশাপাশি ‘আইএনএস অক্ষয়’ জাহাজটিকে বিকল করা হয় ২০২২ সালে। বুধবার যাদের পুর্নজন্মের সাক্ষী থাকল কলকাতা বন্দর। ছবি: কৌশিক দত্ত