Advertisement
Advertisement
Lok Sabha Election

চায়ের রাজনীতি! চা বানিয়ে খাওয়ালেন তৃণমূলের শর্মিলা, চা দোকানির মন জয় দিলীপেরও

কী বলছেন চা দোকানিরা?

প্রচারে বেরিয়ে আগে নিজের হাতে খাবার পরিবেশন করেছিলেন কর্মীদের। এবার কর্মীদের গলা ভেজাতে নিজের হাতে চা তৈরি করে খাওয়ালেন বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট চিকিৎসক শর্মিলা সরকার।

শনিবার জামালপুরে প্রচার করেন তৃণমূল প্রার্থী। এই প্রথমবার এখানে প্রচার করলেন। রোড শো করেন। জামালপুরের বিপত্তারিণী তলায় পুজো দেন।

জামালপুরের দোলরডাঙায় একটি দোকানে চা খান শর্মিলা। কেটলি নিজের হাতে তুলে নেন। কাপে চা ভরে দলীয় কর্মী 'ভাইবোন'দের হাতে তুলে দেন শর্মিলা।

শর্মিলা 'দিদি'র হাতে চা খেয়ে আপ্লুত দলীয় কর্মীরা।

চায়ের দোকানদার তপন মালিক (তুফান)-ও খুশি। তিনি জানিয়েছেন, "এত বড় মাপের একজন মানুষ আমার দোকানে এসেছিলেন। নিজেই সকলের হাতে চা দিলেন। খুব ভালো মনের মানুষ।"

প্রার্থী শর্মিলা সরকার বলেন, "ভাইদের আবদার ছিল দিদির হাতে চা খাবে। ভাইদের চা দিলাম।"

দিলীপ ঘোষের 'চায়ে পে চর্চা' নতুন নয়। শনিবার সকালে বর্ধমানের লোকো এলাকায় চা দোকানে যান দিলীপ ঘোষ।

চা দোকানিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বর্ধমান দু্র্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

দিলীপ ঘোষকে চিনতেই পারেননি চা দোকানি। তবে তাঁকে অভ্যর্থনা জানানোয় খুশি হয়েছেন বিক্রেতা।