Advertisement
Advertisement
EID

ইদের দিন জনসংযোগে তৃণমূল, পিছিয়ে নেই রাম-বাম

ইদের দিন সম্প্রীতির বার্তা মমতার। তৃণমূলের পাশাপাশি জনসংযোগ করল বিজেপি, সিপিএম কংগ্রেসও।

উৎসবের মঞ্চকে জনসংযোগে ব্যবহার। রমজান মাসের পর খুশির ইদে মেতে উঠলেন মুসলিম সম্প্রদায়। এই উৎসবে যোদ দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও। তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস, বাদ যায়নি সিপিএমও। রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়ল সেই ছবি।

বৃহস্পতিবার রেড রোডের নমাজের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সম্প্রীতির বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

খুশির ইদে অংশ নিয়ে বাচ্চাদের কোলে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। নমাজ পড়তে আসা অনেক বাচ্চাদের সঙ্গে হাত মেলান তিনি। কাছে টেনে নিয়ে কথাও বলেন।

রেড রোডের পাশাপাশি কামারহাটি ছাইগাদা মাঠে পালিত হয় ইদ উৎসব। সেখানে হাজির ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। সৌগত রায়ের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করলেন সুজন।

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে ইদের এই মিলন পর্বে উপস্থিত ছিলেন বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ও বিধায়ক রাজ চক্রবর্তী। কয়েক হাজার মানুষ টিটাগরের বি টি রোডের ওপর এই নামাজ এই অংশগ্রহণ করেন।।

তৃণমূল নেতাদের পাশাপাশি নিজের লোকসভা এলাকায় ইদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় আলিপুরদুয়ারের বিজেপির প্রার্থী মনোজ টিগ্গাকেও।

উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যও শহরের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।