মেঘালয়ে নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলংয়ে এই নতুন অফিসের উদ্বোধন করেন তিনি।
পার্টি অফিসের উদ্বোধনের পাশাপাশি দলের কর্মীসমর্থকদের সঙ্গেও কথা বলেন অভিষেক। উত্তরপূর্বের রাজ্যটিতে অভিষেকের জনসমর্থন ছিল চোখে পড়ার মতো।
অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের মেঘালয়ের পর্যবেক্ষক মানস ভুঁইয়া, দলের রাজ্য সভাপতি চার্লস পিংরোপ এবং বিরোধী দলনেতা মুকুল সাংমা।
মেঘালয়ে দলের সংগঠন বাড়াতে মিসড কলের মাধ্যমে দলের সদস্য বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তৃণমূল। সেই উদ্দেশ্যে চালু হয়েছে টোল ফ্রি নম্বরও।
মেঘালয়ে অভিষেক কংগ্রেস এবং বিজেপির আঁতাঁতের অভিযোগ করেন। দাবি করেন, মেঘালয়ে বিজেপি এবং কংগ্রেসের গোপন আঁতাঁত প্রকাশ্যে চলে এসেছে।
আদিবাসী বা তফসিলিদের জন্য নয়, দ্রৌপদী মু্র্মুকে নিজেদের স্বার্থেই রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে বিজেপি। কর্মিসভা থেকে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, বিজেপি দ্রৌপদী মু্র্মুকে প্রার্থী করে কাস্ট পলিটিক্স করছে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.