Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

কনভয় দাঁড় করিয়ে আচমকাই বসতিতে অভিষেক, শুনলেন অভাব-অভিযোগ

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

কোচবিহারে পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নয়া কর্মসূচি শুরুর আগে প্রার্থনা।

'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি শুরুর আগের দিনই কোচবিহারে পৌঁছে গিয়েছেন অভিষেক। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি।

অভিষেককে দেখতে কোচবিহারে জনজোয়ার। রাস্তার দু'পাশে ভিড় জমে গিয়েছিল।

দিনহাটা যাবার পথে হঠাৎ কনভয় দাঁড় করিয়ে শহরের ২০ নম্বর ওয়ার্ড লিচুতলা বস্তি এলাকায় ঢুকে স্থানীয় বাসিন্দাদের পাট্টা সংক্রান্ত সমস্যার কথা শোনেন।।

দ্রুত পাট্টা বিলির আশ্বাস দেন ডায়মন্ড হারবারের সাংসদ। অনেকে তাঁর কাছে ১০০ দিনের কাজ, আবাস যোজনার তহবিল নিয়েও অভিযোগ করেন।

মন দিয়ে সমস্ত অভিযোগ শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন অভিষেক। তাঁর কথায়, 'মানুষের অভাব-অভিযোগ শুনতেই রাস্তায় নামা।'

আনুষ্ঠানিকভাবে জনসংযোগ যাত্রা শুরুর আগেই মানুষের মধ্য়ে মিশে অভিষেক বুঝিয়ে দিলেন 'আমি তোমাদেরই লোক।'