ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। খেলার আকর্ষণে ফুটবলপ্রেমী বাঙালিদের অনেকেই ছুটে গিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। মদন মিত্রের পরে সেই তালিকায় নাম লেখালেন তৃণমূলের আরেক বিধায়ক অদিতি মুন্সি।
স্বামী দেবরাজ চক্রবর্তীর সঙ্গে ছুটি কাটাতে কাতার গিয়েছেন সংগীতশিল্পী-বিধায়ক অদিতি। কাতারে গিয়ে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ দেখলেন দম্পতি। যুগলের পোশাক দেখেই বোঝা গেল, মেসিদের হয়েই গলা ফাটাচ্ছন তাঁরা।
অদিতির স্বামী দেবরাজও রাজনৈতিকজগতে পরিচিত মুখ। বিধাননগর পুরনিগমের কাউন্সিলর তিনি। মাঠে বসে মেসিদেের জয় দেখলেন তাঁরা। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল তাঁদের প্রিয় দল, সেই মুহুর্তের সাক্ষী থাকলেন দম্পতি।
কাতারের মাটিতে পা দিয়ে দেশের পতাকা ওড়ালেন অদিতি। দেশ-বিদেশের হাজারো ফ্যানের মাঝে হাসিমুখে ভারতের পতাকা তুলে ধরলেন তৃণমূল বিধায়ক।
বাঙালি ফুটবলপ্রেমী মানেই ইস্টবেঙ্গল-মোহনবাগানের চিরকালীন দ্বন্দ্ব। সেই,লড়াইয়ে সংগীতশিল্পীর ভোট অবশ্য লাল হলুদের দিকেই। ফুটবলের বিশ্বমঞ্চে কলকাতা ফুটবলের ঐতিহ্যকে প্রকাশ করলেন তিনি।
ইতিহাসে জায়গা করে নেওয়া স্টেডিয়াম ৯৭৪য়ে বসে খেলা দেখলেন অদিতি মুন্সি। ফিফার ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলার জন্য অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হয়েছে। টুর্নামেন্ট শেষ হলেই ভেঙে ফেলা হবে এই স্টেডিয়াম। এই মাঠে বসে খেলা দেখে ইতিহাসকে স্পর্শ করলেন অদিতি।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.