তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হল এবারের এমপি কাপের ফাইনাল। গতবারের চ্যাম্পিয়ন বজবজকে হারিয়ে এ বছর চ্যাম্পিয়ন হল ফলতা।
খেলা শুরুর আগে দু'দলের খেলোয়াড় এবং রেফারিদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক। শুরুতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক মঞ্চে কিংবদন্তি ফুটবলার পেলের প্রয়াণে শ্রদ্ধাজ্ঞাপন করেন। শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন ও রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণেও।
অভিষেক বলেন, "আমাদের ছেড়ে চলে গিয়েছেন পেলে। প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ হয়েছে। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা প্রয়াত হয়েছেন। এঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হবে।" নীরবতা পালনের পর শুরু হয় ফাইনাল ম্যাচ।
ফলতা ২-০ গোলে বজবজকে হারায়, দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথম গোলটি করেন তৈমুর শেখ, দ্বিতীয় গোলটি করে বিপক্ষের কফিনে পেরেক পুঁতে দেন মোজেস।
খেলা শেষে জাভেদ আলি ও শিল্পা রাও সংগীত পরিবেশন করেন। ফুটবলারদের অটোগ্রাফের আবদারও পূরণ করেন অভিষেক।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.