Advertisement
Advertisement
Yash Dasgupta

অনাথ শিশুদের সঙ্গে দেখা করলেন যশ, দিলেন উপহারও

যশ এখন ব্যস্ত রয়েছেন 'চিনে বাদাম' ছবির শুটিংয়ে।

যশ আগেই জানিয়েছিলেন ছোট্ট ঈশানের সঙ্গে দিনের অনেকটা সময়ই কাটান তিনি। আদর করে ডাকেন অংশ। অন্যদিকে, নুসরত জাহান জানিয়ে ছিলেন যশ নাকি দারুণ বাবা! বাচ্চাদের খুব ভালবাসেন তিনি।

সম্প্রতি অভিনেতা যশ দাশগুপ্ত গিয়েছিলেন ভবানীপুরের একটি অনাথ আশ্রমে। সেই আশ্রমের ৬ থেকে ১৮ বছরের তরুণীদের সঙ্গে সময় কাটালেন যশ।

শিশুদের সঙ্গে আড্ডা দিলেন, খেললেন যশ। অন্যদিকে অভিনেতাকে সামনে পেয়ে আপ্লুত শিশুরা।

অভিনয়ে আসার পর থেকেই যশের আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে। প্রথমে টেলিভিশন, তারপর একের পর এক ছবিতে অভিনয় করে যশ এখন টলিউডের জনপ্রিয় তারকা। সম্প্রতি নুসরতের সঙ্গে প্রেম এবং নুসরতের সন্তানের বাবা হওয়ায় বার বার আলোচনায় উঠে এসেছেন যশ।

আশ্রম কর্তৃপক্ষের কাছে যশ জানিয়েছেন, আশ্রমের সকল তরুণীর শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য যে কোনও সাহায্য করতে প্রস্তুত তিনি।