Advertisement
Advertisement
Rajnandini Paul

ওহ লাভলি! কখনও ব্রালেট, কখনও বোতামখোলা জ্যাকেট, বোল্ড অবতারে রাজনন্দিনী

টলিউড অভিনেত্রীর এই ছবিগুলো দেখেছেন?

টলিউডের নবীন প্রজন্মের অতি পরিচিত মুখ রাজনন্দিনী পাল।

গতবছরই মদন মিত্রর সঙ্গে 'ওহ লাভলি' ছবিতে নজর কেড়েছেন অভিনেত্রী।

ওটিটি প্ল্যাটফর্মেও দাপিয়ে কাজ করছেন রাজনন্দিনী পাল। ইতিমধ্যেই 'সম্পূর্ণা' ফ্র্যাঞ্চাইজি, 'মিস্টার কলকেতা'র মতো একাধিক সিরিজে নজর কেড়েছেন ইন্দ্রাণীকন্যা রাজনন্দিনী।

অভিনয়ের পাশাপাশি মা ইন্দ্রাণী দত্তর সঙ্গে নাচও চালিয়ে যাচ্ছেন টলিপাড়ার এই 'হট অ্যান্ড সুইট' নায়িকা।

মাঝেমধ্যে সাহসী অবতারেও ধরা দেন রাজনন্দিনী পাল। তাঁর বোল্ড অবতারে কিন্তু মুগ্ধ অনুরাগীরা। (ছবি : ইনস্টাগ্রাম)