Advertisement
Advertisement

Breaking News

Gourab Devlina

‘বেবি, বিকিনি, ও’! সমুদ্রতটে অন্তরঙ্গ গৌরব-দেবলীনা, টলিদম্পতির কীর্তিতে গরম নেটপাড়া

নতুন বছরে সোশাল দুনিয়া উষ্ণ করলেন টলিউডের তারকাদম্পতি।

নতুন বছরে সোশাল দুনিয়া উষ্ণ করলেন টলিউডের তারকাদম্পতি।

নিউ ইয়ারে পুরোদস্তুর ছুটির মেজাজে সেলেবরা। বলিউড থেকে টলিউড, সকলেই হলিডে মুডে।

দেবলীনা-গৌরবও ছুটি কাটাচ্ছেন একান্তে। বালি বা থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন টলিপাড়ার তারকাদম্পতি।

সেখান থেকেই একগুচ্ছ রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন দেবলীনা কুমার ও গৌরব।

কোথাও অভিনেত্রীকে দেখা গেল নিওন অরেঞ্জ রঙের বিকিনিতে। আবার কোনও ছবিতে শুধুমাত্র বক্সার পরেই অনাবৃত শরীরে ধরা দিলেন গৌরব।

আরেকটি ছবিতে দেখা গেল সমুদ্রতটে জলরাশি গায়ে মাখিয়ে একান্ত আড্ডায় ব্যস্ত দেবলীনা-গৌরব।

সবমিলিয়ে টলিউডের তারকাদম্পতির নিউ ইয়াল সেলিব্রেশন জমে ক্ষীর। (ছবি: দেবলীনা কুমারের ইনস্টাগ্রাম)