প্রেমের জোয়ারে 'লাভ আজ কাল পরশু' জুটি অর্জুন-মধুমিতা।
বহুদিন বাদে যখন দুই বন্ধুর দেখা! সরস্বতী পুজোয় মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। মিমি আপাতত ব্যস্ত 'ড্রাকুলা স্যর'-এর শুটিংয়ে। সময় বের করে একফাঁকে সাংসদ মিমির বসন্ত পঞ্চমী উদযাপন।
বাগদেবীর আরাধনায় মেতে 'দুর্গেশগড়ের গুপ্তধন' টিম। ইশা সাহা, আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, আরিয়ান ভৌমিকের সঙ্গে 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
হলুদ শাড়ি, খোলা চুলে মোহময়ী হয়ে উঠেছেন পাওলি দাম।
সৃজিত মুখোপাধ্যায়ের 'খোকা' বর্তমানে সুপারহিট। নীল পাঞ্জাবি, চোখে চশমা। অনির্বাণও মেতেছেন সরস্বতী পুজোয়।
'লাভ আজ কাল পরশু' জুটি অর্জুন-মধুমিতার সঙ্গে পরিচালক প্রতীম ডি গুপ্তা।
এসভিএফের জমকালো সরস্বতী পুজোর অনুষ্ঠানে হাজির প্রেমিকযুগল সৌরভ-অনিন্দিতা।
ছোট্ট লাল টিপ, লিপস্টিক, হলুদ রঙের ঢাকাই শাড়িতে লাস্যময়ী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও বাগদেবীর আরাধনায় মেতেছেন।
একফ্রেমে 'দুর্গেশগড়ের গুপ্তধন' এবং 'লাভ আজ কাল পরশু' টিম। দুই পরিচালকে ধ্রব-প্রতীমের সঙ্গে আবির-ইশা-অর্জুন-আরিয়ান।
এসভিএফের জমকালো সরস্বতী পুজোর অনুষ্ঠানে হাজির বিক্রম, অঙ্কুশ এবং সন্দীপ্তা সেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.