Advertisement
Advertisement

Breaking News

Swami Vivekananda

শিকাগো থেকে ফিরে বজবজে পা রেখেছিলেন স্বামীজি, স্মরণে আজও চলে বিশেষ ট্রেন

দেখে নিন বিশেষ সেই ট্রেনের ছবি।

১২৮ বছর যাবে স্বামী বিবেকানন্দ পা রেখে ছিলেন বজবজ স্টেশনে। সেই দিনের স্মরণে প্রতি বছরের মত আজ অর্থাৎ সোমবার বজবজ-শিয়ালদহের মাঝে চলল বিশেষ ট্রেন।

স্বামী বিবেকানন্দ শিকাগোয় ধর্মীয় সম্মেলনে যুগান্তকারী বক্তৃতা দেওয়ার পর ১৯ ফেব্রুয়ারি কলকাতায় ফিরেছিলেন। চেন্নাই থেকে জাহাজে বজবজে এসে পৌঁছন তিনি।

কলকাতায় স্বামী বিবেকানন্দকে স্বাগত জানাতে কমিটি তৈরি হয়েছিল। ওই কমিটিই সিদ্ধান্ত নেয়, স্বামীজি বজবজে পৌঁছনোর পর শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ ট্রেনে তাঁকে আনা হবে।

সেই মতো, ১৯ ফেব্রুয়ারি সকালে স্বামীজি বিশেষ ট্রেনে বজবজ থেকে রওনা হন শিয়ালদহের উদ্দেশ্যে। তাঁকে সম্মান জানাতে প্রতি বছর ১৯ ফেব্রুয়ারি একটি বিশেষ ট্রেন চালায় রেল।

এই বছরেও পূর্ব রেলের বিশেষ ট্রেন সকাল ৯টা ৫৫ মিনিটে বজবজ থেকে ছেড়ে শিয়ালদহে যায়। যাত্রাপথে সব স্টেশনে থামার পর ১০টা ৫২ মিনিটে শিয়ালদহ পৌঁছয় ট্রেনটি। তথ্য: সুব্রত বিশ্বাস ও ছবি: বিশ্বজিৎ নস্কর।