Advertisement
Advertisement

Breaking News

Guinness Book record

শিবরাত্রিতে একসঙ্গে জ্বলে উঠল ১৮ লক্ষ ৮২ হাজার দীপ, রেকর্ড গড়ে গিনেস বুকে উজ্জ্বয়িনী

ভাঙল অযোধ্যার দীপাবলির রেকর্ড।

মহা শিবরাত্রির রাতে নয়া রেকর্ড তৈরি হল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে।

দীপাবলির মতো লক্ষ-লক্ষ মাটির প্রদীপে সেজে উঠেছিল নদীর তীর। নাম উঠল গিনেস বুকে।

জ্বালানো হল ১৮ লক্ষ ৮২ হাজার তেলের প্রদীপ।

মাত্র ৯ মিনিটের মধ্যে ড্রোনের মাধ্যমে প্রদীপ গণনা করা হয়।

গত দীপাবলিতে ১৫ লক্ষ ৭৬ হাজার প্রদীপ জ্বালিয়ে রেকর্ড গড়েছিল উত্তরপ্রদেশ অযোধ্যা। এবার সেই রেকর্ড ভাঙল মধ্যপ্রদেশে উজ্জয়িনী।

গণনা শেষে সঙ্গে সঙ্গে মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতে সার্টিফিকেট তুলে দেয় গিনেস বুক কর্তৃপক্ষ।

প্রদীপ তৈরি আর জ্বালানোর দায়িত্বে ছিলেন ২০ হাজার স্বেচ্ছাসেবী। পুরো প্রক্রিয়াটি দেখভালের জন্য ছিলেন ৪০০ সুপার ভাইজার।

প্রদীপ জ্বলে ওঠার পর নদীর তীরের অসাধারণ রূপ চাক্ষুষ করতে হাজির হয়েছিলেন কয়েক হাজার ভক্ত ও সাধারণ মানুষ।

গোটা বিষয়টির নাম রাখা হয়েছিল 'জ্যোতি অর্পণম'। মোট ২১ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল। শুধুমাত্র নদীর ঘাট নয়, মন্দির-অফিস এমনকী রাস্তাও সেজে উঠেছিল প্রদীপের আলোয়।