চৈত্র সংক্রান্তিতে বঙ্গ সফরে অমিত শাহ।
সিউড়িতে জনসভা করেন। ফাঁকা অনুব্রতগড়ে দাঁড়িয়ে তৃণমূলকে উৎখাতের ডাক দেন শাহ।
সিউড়িতে পার্টি অফিসেরও উদ্বোধন করেন। সারেন দলীয় বৈঠক। সূত্রের খবর, দলীয় নেতা-কর্মীদের সংখ্যালঘুদের মন জয়ে গুরুত্ব দিয়ে বলেছেন অমিত শাহ।
বগটুই কাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেন সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস।
সন্ধেয় দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
মন্দিরে তাঁকে অভ্যর্থনা জানান অগ্নিমিত্রা পল এবং লকেট চট্টোপাধ্যায়রা।
মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন অমিত শাহ। তিনি বলেন, "রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হোক। রাজ্যের সব জায়গায় ধার্মিক উৎসব যেন শান্তিপূর্ণভাবে পালন করা যায়। কাউকে যাতে কোনও সন্ত্রাস বা হিংসার মুখোমুখি না হতে হয়।" এমনই প্রার্থনা করেন শাহ।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.