সঞ্জয় লীলা বনশালির মাস্টারস্ট্রোক 'হীরামাণ্ডি'। সিরিজের প্রিমিয়ারেই চাঁদের হাট।
বনশালির সঙ্গে অতীতের মনোমালিন্য ভুলে প্রাণনাশের হুমকির মাঝেই হাজির হয়েছিলেন সলমন খান।
'হীরামাণ্ডি'র প্রিমিয়ারে একাই একশো 'দ্য এভারগ্রিন' রেখা।
পরিচালকের ডাকে তাঁর বিশেষ দিনে হাজির হয়েছিলেন তাঁরাও যাঁদের সঙ্গে কেরিয়ারের প্রথম দিকে কাজ করেছিলেন বনশালি। এলেন রশ্মিকা মন্দানাও।
মা সোনি রাজদান, শাশুড়ি নীতু কাপুরকে নিয়ে ‘হীরামাণ্ডি’র প্রিমিয়ারে এলেন বনশালির 'গাঙ্গুবাই' আলিয়া ভাট।
বুধবার রাতে ‘হীরামাণ্ডি’র (Heeramandi) প্রিমিয়ারে দেখা গেল অনুপম খের, অ্যাটলি, ম্রুণাল ঠাকরদেরও। নজর কাড়লেন মধ্যমণি আলিয়া।
মাকে সঙ্গে নিয়ে এসেছিলেন সোনাক্ষী সিনহা। যাঁকে এই সিরিজে নেতিবাচক চরিত্রে দেখা যাবে।
অন্তঃসত্ত্বা রিচা চাড্ডাও হাজির ছিলেন স্বামীর হাত ধরে। তিনি এই সিরিজের অন্যতম মুখ্য চরিত্র লজ্জো। দেখা গেল বনশালির পরবর্তী ছবির অভিনেতা ভিকি কৌশলকেও।
মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিংয়েই চোখ ধাঁধিয়ে দিল সঞ্জয় লীলা বনশালির 'হীরামাণ্ডি' (Heeramandi)। হুমা কুরেশিকেও দেখা গেল।
লাল গালিচায় নজর কাড়লেন ভূমি পেড়নেকর।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.