Advertisement
Advertisement

Breaking News

Bhediya film promotion

‘ভেড়িয়া’র প্রচারে কলকাতায় বরুণ-কৃতী, ছবিতে দেখুন তারকা জুটির কীর্তি

নায়ক-নায়িকার সঙ্গে ছিলেন বাংলা অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী শুক্রবার মুক্তি পাবে 'ভেড়িয়া'। তার প্রচারেই শহরে এসেছিলেন বরুণ ধাওয়ান, কৃতী স্যানন। দু'জনের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে গিয়েছিলেন বরুণ, কৃতী এবং অভিষেক। তিনজনকে দেখে উচ্ছ্বসিত ছিলেন পড়ুয়ারা।

প্রচারে বরুণ ধাওয়ানের জুড়ি মেলা ভার। এমন কথা বলিউডে প্রচলিত। সেকথাই যেন এদিন আবারও প্রমাণিত হল। হাত বাড়িয়ে অনুরাগীদের অভিবাদন গ্রহণ করলেন তারকা।

বরুণকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা। হাসিমুখে সকলের আবদার মেটান অভিনেতা।

সাদা টি-শার্ট পরে এসেছিলেন বরুণ। কৃতীর পরনে ছিল কালো ড্রেস। 'ভেড়িয়া'র গানের ছন্দে একসঙ্গেই নাচেন দুই তারকা।

গতবার কলকাতায় এসে ট্যাক্সিতে চড়েছিলেন বরুণ। এবার কৃতী-অভিষেককে নিয়ে চড়লেন ট্রামে।

'ভেড়িয়া' টিমের প্রচারে উপস্থিত ছিল টলিউডের 'মিস্টার ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বরুণকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি।