Advertisement
Advertisement
Masaba Gupta

ছুঁয়ে যায় উষ্ণতা… ভিভ রিচার্ডস ও নীনা গুপ্তার মেয়ে মাসাবার শরীর যেন আগুন

মুম্বইয়ে ডিজাইনার এবং অভিনেত্রী হিসেবে বেশ খ্যাতি রয়েছে মাসাবার।

কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস ও অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবা। মুম্বইয়ে ডিজাইনার হিসেবে বেশ খ্যাতি রয়েছে তাঁর।

তবে 'মাসাবা মাসাবা' ওয়েব সিরিজের পর থেকে অভিনেত্রী হিসেবে প্রশংসা পেয়েছেন ৩৩ বছরের তরুণী। 'মর্ডান লাভ: মুম্বই' সিনেমাও জুটে গিয়েছে।

ভিভ রিচার্ডস ও নীনা গুপ্তা কখনও বিয়ে করেননি। বর্ষীয়ান অভিনেত্রী মেয়েকে একাই মানুষ করেছেন।

২০ বছর বয়সে বাবার সঙ্গে যোগাযোগ করেন মাসাবা। এখন দু'জনের সম্পর্ক বেশ ভাল।

অভিনেত্রী হওয়ার ইচ্ছে মাসাবার ছোটবেলা থেকেই ছিল। কিন্তু মেয়েকে নায়িকার মতো দেখতে নয়, এমনটাই ধারণা ছিল নীনা গুপ্তার।

'মাসাবা মাসাবা' প্রকাশ্যে আসার পর নীনা প্রকাশ্যেই নিজের ভুল স্বীকার করেছিলেন। এখন একেবারে গ্ল্যাম গার্ল মাসাবা।

২০১৩ সালে প্রযোজক মধু মন্টেনাকে বিয়ে করেছিলেন মাসাবা। ২০১৯ সালে তাঁকে ডিভোর্স দেন। চলতি বছরেই অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন।