৫৩ তম বর্ষে পা দিল বারাসতের শতদল ক্লাবের পুজো। এবারের থিম 'উত্তরণ'।
কালীপুজোর থিমে করোনার দুঃসময় কাটিয়ে সুস্থ জীবনে ফেরার কথা বলেছে বারাসতের সন্ধানী ক্লাব। মণ্ডপের প্রবেশ স্থানে রয়েছে বিশাল এক নৌকো।
করোনার কারণে বাজেটে কাঁটছাট হলেও এবার সকলের আকর্ষণের কেন্দ্রে মধ্যমগ্রাম মাইকেলনগরের নেতাজি সংঘের প্রতিমা।
নেপালের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে বারাসত রেজিমেন্টের মণ্ডপ। প্রতিমার সাজে সাবেকিয়ানার ছোঁয়া।
৭০ তম বর্ষে পা দিল বারাসতের নবপল্লী ব্যয়াম সমিতির পুজো। এবারের থিম 'আনন্দ'।
দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারের থিম 'সবুজায়ন ও সম্প্রীতি'। সবুজায়নের মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলার চেষ্টা করেছেন উদ্যোক্তারা।
বাংলাদেশের করটিয়া জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে বারাসতের কেএনসি রেজিমেন্টের প্যান্ডেল।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.