Advertisement
Advertisement

Breaking News

কোথাও মণ্ডপ, আবার কোথাও আলোই বিশেষত্ব, দেখুন দক্ষিণ কলকাতার দুই বিখ্যাত পুজোর প্রস্তুতি

উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র তুঙ্গে পুজো প্রস্তুতি।

দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে প্রথম সারিতে মুদিয়ালি। থিম ‘প্রতীক্ষা’। করোনাকাল শেষে উৎসবের আমেজের প্রতিফলনই দেখা যাবে মণ্ডপে।

প্রতিমার পাশাপাশি মণ্ডপের ভিতর ও বাইরে আলো এবং রংয়ের ব্যবহার সকলকে আকর্ষণ করবে, আশা শিল্পী গৌরাঙ্গ কুইল্যার।

মুদিয়ালির পর শিবমন্দিরের পুজোর দিকেও নজর রাখা যাক। ওই পুজো কমিটির এবারের থিম 'বিশ্বাস'। প্রচলিত ধ্যানধারণা এবং বিশ্বাসকে অবলম্বন করেই সাজছে মণ্ডপ।

পুজোয় ব্যবহৃত কোশাকুশির মতো দেখতে মণ্ডপ। প্রবেশপথে রয়েছে ঘট ও লালসুতোর বাঁধনের বাঁশ ও বেতের তোরণ। গ্রামের মন্দির আদলে সেজেছে মণ্ডপের ভিতর। সেখানে তৈরি হচ্ছে কালীপ্রতিমা। বিসর্জন না দেওয়া প্রতিমাও দেখা যাবে সেথানে।

পুজো কমিটির সম্পাদক পার্থ ঘোষ জানান, ‘‘মণ্ডপ তৈরি হচ্ছে ২ হাজার নিমগাছের ছাল ও পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে। মণ্ডপের সামনে থাকবে শিবলিঙ্গ।’’