Advertisement
Advertisement
Dev

খুদেদের সঙ্গে জন্মদিনের আগাম সেলিব্রেশনে মাতলেন সুপারস্টার দেব, দেখুন নানা মুহূর্তের ছবি

আজই মুক্তি পেয়েছে দেবের ছবি 'টনিক'।

বড়দিন অর্থাৎ আগামিকাল ৩৯ বছরের জন্মদিন সেলিব্রেট করবেন টলিউড সুপারস্টার দেব। তবে তার আগের দিনই প্রিয় নায়কের আগাম জন্মদিনের আনন্দে মাতল খুদেরা। ছবি: অরিজিৎ সাহা

শুক্রবার প্রেস ক্লাবে দেবের জন্মদিন সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। শীতের মিঠে রোদ গায়ে মেখে তারকার সঙ্গে ছবি তুলল কচিকাঁচারা। ছবি: অরিজিৎ সাহা

খুদেদের সঙ্গে সময় কাটাতে বরাবরই ভালবাসেন দেব। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও বাচ্চাদের সঙ্গে ছবি-ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেতাকে। তাই এই গ্র্যান্ড সেলিব্রেশনে আপ্লুত তিনি। বলছেন, "মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি বলে ভালই লাগে। এত সব আয়োজনের জন্য অনেক ধন্যবাদ।" ছবি: অরিজিৎ সাহা

আজই মুক্তি পেল দেবের বহু প্রতীক্ষিত ছবি 'টনিক'। জন্মদিনের সঙ্গে ছবি মুক্তির সেলিব্রেশনকে জুড়েই এই আয়োজন হয় প্রেস ক্লাবে। ছবি: অরিজিৎ সাহা

ঠিক যেন মাটির মানুষ! নিজে হাতে যেমন কচিকাঁচাদের কেক খাওয়ালেন, তেমনই তাঁদের সঙ্গে গল্পও করলেন 'গোলন্দাজ' দেব। ছবি: অরিজিৎ সাহা