'জুবিলি' সিরিজে এই হট অ্যান্ড সুইট নায়িকার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকেই।
ওয়ামিকা গাব্বি। 'গ্রহণ', 'মাই', 'জুবিলি' সিরিজের পর এবার বলিউডের বড়সড় প্রজেক্ট ছিনিয়ে নিয়েছেন তিনি।
'জওয়ান' পরিচালক অ্যাটলির পরবর্তী হিন্দি প্রজেক্ট VD18-এ অংশ হতে চলেছেন ওয়ামিকা। যেখানে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করবেন তিনি।
এবার ওয়ামিকার নতুন পোস্ট দেখে নেটপাড়ার চোখ ধাঁধিয়ে গেল। নায়িকার একাধিক ছবি ভাইরাল হতেই সরগরম সোশ্যাল মিডিয়া।
ওয়ামিকাকে দেখা গেল, রুপোলি রঙের গ্লিটারি ব্যাকলেশ পোশাকে। অন্ধকার ঘরে কাউচের উপর বিভিন্ন পোজে ছবি তুলেছেন অভিনেত্রী।
১৬ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ওয়ামিকা। তবে তেমন প্রচারের আলোয় আসেননি। তবে 'জুবিলি' সিরিজের পরই রাতারাতি হিট তিনি।
জানেন কি, ইমতিয়াজ আলি পরিচালিত 'জব উই মেট' ছবিতেও শিশুশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল এই নায়িকাকে?
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.