বৃষ্টিতে জল থইথই মেট্রো স্টেশন। জলমগ্ন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। তার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, শহর জলমগ্ন হয়ে পড়ার ফলে মেট্রো স্টেশনেরও একই অবস্থা।
জলমগ্ন স্টেশন থেকে মেট্রোয় চড়তে গিয়ে নাকাল যাত্রীরা। জলে ভিজছে মেট্রোর ভিতরের অংশও। মেট্রো স্টেশনে জল জমার ঘটনা আগে কখনও হয়নি বলেই মনে করা হচ্ছে।
বুধবার দুপুরের বৃষ্টিতে জলের তলায় ট্রামলাইন। বহু পথচলতি মানুষ সমস্যায় পড়েছেন। ছবি: শুভাশিস রায়।
কোথাও উলটে গিয়েছে বাইক। চোট পেয়েছেন বাইক চালক ও আরোহী। ছবি: শুভাশিস রায়।
হাওড়া স্টেশনে জলমগ্ন সাবওয়ে। মোট ১২টি টিকিট কাউন্টারে জল জমায় সমস্যায় যাত্রীরা। স্টেশনে বিক্ষোভও দেখান তাঁরা।
বুধবার দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার থেকে ভারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.