Advertisement
Advertisement

Breaking News

Christmas 2022

বড়দিনের প্রাক্কালে পর্তুগিজ চার্চে প্রার্থনা মুখ্যমন্ত্রীর, সঙ্গী অভিষেক ও আজানিয়া

যীশুর মূর্তিতে ফুল দিয়ে, ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা মুখ্যমন্ত্রীর।

প্রতি বছরের মতো এবারও ২৪ ডিসেম্বর রাতে চার্চে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থনায় তাঁর সঙ্গী ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দুই হেভিওয়েট রাজনীতিবিদের সঙ্গী হয়েছিল অভিষেককন্যা আজানিয়াও। রাত ১০ টা নাগাদ চার্চে পৌঁছন তাঁরা। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

অন্যান্যবার সেন্ট পলস ক্যাথিড্রালের ক্যারলে অংশ নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। গতবার থেকে অবশ্য সেই রীতি বদলেছেন তিনি। গত বছরের মতো এবারও বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা— ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে যান মুখ্যমন্ত্রী।

যীশুর মূর্তিতে ফুল দিয়ে, ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অংশ নেন প্রার্থনাতেও।

প্রার্থনা শেষে চার্চের ফাদারের কাছে আশীর্ব্বাদ নেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে আলাপচারিতাও সারেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

প্রার্থনায় অংশ নিয়েছিলেন অভিষেকও।

তিনিও ফাদারের কাছে আশীর্ব্বাদ নেন।

এর পর তৃণমূলের তরফে প্রার্থনার ছবি, ভিডিও পোস্ট করে লেখা হয়, দেশ ও রাজ্যের মানুষের সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন মমতা ও অভিষেক।