Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

মেঘালয়ে মমতা-অভিষেক, স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে দলীয় কর্মীদের ভিড়, দেখুন ছবি

তৃণমূলের সংগঠন চাঙ্গা করতেই এই সফর।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সংগঠন চাঙ্গা করতে তিনদিনের মেঘালয় সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার দুপুরে শিলং বিমানবন্দরে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগতম জানাতে হাজির ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

মমতা-অভিষেকের সফরে একাধিক কর্মসূচি রয়েছে। শিলংয়ে পৌঁছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

১৩ তারিখ স্থানীয় স্টেট সেন্ট্রাল লাইব্রেরির অডিটোরিয়ামে রয়েছে কর্মিসভা। সেখানে তিনি রাজনৈতিক বার্তা দেবেন।

দলীয় নেতাদের সঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে।

এদিন তৃণমূল সুপ্রিমোর পোশাকের ক্ষেত্রেও বৈচিত্র নজরে আসে। শাড়ির উপর দিয়ে পরেছিলেন গলাবন্ধ হাফহাতা জ্যাকেট। পাশেই ছিলেন দলের সেনাপতি অভিষেকও।

মমতা-অভিষেককে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে দলীয় পতাকা হাতে হাজির ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা।

অসম পুলিশের গুলিতে নিহত মেঘালয়ের বাসিন্দাদের বাড়ি যেতে পারেন মমতা-অভিষেক।

স্থানীয় একটি প্রাক-বড়দিনের উৎসবে শামিল হওয়ার কর্মসূচি রয়েছে মমতার।