Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

আলিপুরদুয়ারে শীতবস্ত্র দিলেন ‘দিদি’, ‘ভাবতেই পারিনি’, আপ্লুত সুভাষিণী চাবাগানের শ্রমিকরা

শীতবস্ত্র বিতরণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আচমকা চাবাগানে হাজির মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানকে কাছে পেয়ে আপ্লুত চা শ্রমিকরা।

মঙ্গলবার বিকেলে আচমকাই আলিপুরদুয়ারের সুভাষিণী চাবাগানের গির্জা লাইনে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁদের দেখতে হাজির হয়েছিলেন উৎসাহী চা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।

চাবাগানের মহিলা শ্রমিক ও শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

শীতবস্ত্র বিতরণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিশুদের হাতে তুলে দেন চকোলেটও।

শীতবস্ত্র বিলির ফাঁকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জনসংযোগ সেরে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চাবাগানের শ্রমিকরা শীতবস্ত্র পাচ্ছেন কি না, তাঁদের বাড়িঘর কেমন, খুঁটিয়ে খুঁটিয়ে সব খবর নেন তিনি।

এরপর প্রশাসনিক কর্তাদের ফোন করে তিন জেলা- আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির চা শ্রমিকদের বিনামূল্যে শীতবস্ত্র দেওয়ার নির্দেশ দেন।

প্রায় ৩ লক্ষ শীত বস্ত্র জোগার করতে শুরু করে দিয়েছে প্রশাসন।