Advertisement
Advertisement
TMC celebration

শিকেয় করোনাবিধি, শহরের রাস্তায় তৃণমূল সমর্থকদের জয়ের উচ্ছ্বাস, দেখুন অ্যালবাম

মিষ্টি মুখে মধুরেণ সমাপয়েৎ করতে গিয়ে করোনা সংক্রমণ বাড়ছে না তো?

করোনা আবহে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা ছিল কমিশনের। তা উপেক্ষা করেই ঘাসফুলের পতাকায় ঢেকেছে শহরের রাজপথ।

মুখে মাস্ক থাকলেও সারা শরীরে মাখানো সবুজ আবির। জয়ের আনন্দে ক্যামেরার সামনে পোজ তৃণমূল সমর্থকের।

বিজয় মিছিল করা হবে না, জানানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকেও। কিন্তু তা উপেক্ষা করেই আনন্দের জোয়ারে গা ভাসালেন তৃণমূল সমর্থকরা।

সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলে ভিকট্রি সাইন দেখাতে ব্যস্ত ঘাসফুল শিবিরের সমর্থকরা। টি-শার্টে লেখা, "জনগণ আছে সঙ্গে, দিদি আসছে আবার বঙ্গে।"

মুখের মাস্ক নিচে নামানো প্রবীণ সমর্থকেরও।

তারুণ্যের চোখেও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। কিন্তু করোনাবিধি মানার বালাই নেই।

জয়ের উল্লাসে হাজার হাজার সমর্থক নিয়ে রাস্তায় নেমে পড়বেন সেই আশঙ্কা ছিল। তাই যেন সত্যি হল।

মিষ্টি মুখে মধুরেণ সমাপয়েৎ করতে গিয়ে করোনা সংক্রমণ বাড়ছে না তো?