Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

ঝাড়গ্রামে রাস্তার ধারের দোকানে চপ ভাজলেন মুখ্যমন্ত্রী, বিক্রি হাজার টাকার

নিজের হাতেই ঠোঙায় মুড়ে চপ বেচতে দেখা যায় মমতাকে।

মঙ্গলবার দুপুরে বেলপাহাড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফেরার সময় বেলপাহাড়ি ও শিলদায় মোট তিনবার গাড়ি থেকে নামেন তিনি।

বেলপাহাড়ির বগুড়া এলাকায় একটি চা-চপের দোকানেও দাঁড়ান মুখ্যমন্ত্রী। সবাইকে চমকে দিয়ে নিজেই চপ ভাজা শুরু করেন মমতা।

একেবারে ঘরের মেয়ের মতো তেলে চপ ছেড়ে ভাজতে দেখা যায় তাঁকে। পরে কাগজের ঠোঙা বানিয়ে সেই চপ বিক্রিও করেন মুখ্যমন্ত্রী।

বুদ্ধদেব মহন্ত নামের ব্যবসায়ীর ওই দোকানে নিমেষে হাজার টাকার চপ বিক্রি হয়ে যায় বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী বরাবরই বলেন, চপ বিক্রিটাকেও পেশা হিসাবে বেছে নিতে পারে যুব সমাজ। তাঁর এদিনের চপ ভাজা, যুব সমাজকে প্রেরণা দেবে।

এর আগেই অবশ্য মুখ্যমন্ত্রী আদিবাসীদের বাড়িতে গিয়ে তাঁদের অভাব অভিযোগ শোনেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয়রাও প্রাণ খুলে নিজেদের সমস্যার কথা বলেন।